• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৭৯ জেলে-নাবিকসহ বাংলাদেশের ২টি জাহাজ নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১০, ২০২৪, ০৯:৩৪ এএম
৭৯ জেলে-নাবিকসহ বাংলাদেশের ২টি জাহাজ নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

ঢাকা: বাংলাদেশের সমুদ্র সীমা থেকে ৭৯ জেলে-নাবিকসহ বাংলাদেশি ২টি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। জাহাজ দুইটি হল এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২। বিষয়টি নিশ্চিত করেছে সামুদ্রিক মৎস্য দপ্তর। 

কর্মকর্তারা জানায়, জাহাজ দুটির মালিকপক্ষ চিঠি দিয়ে তাদেরকে ঘটনাটি অবহিত করেছে। জানানো হয়, খুলনা অঞ্চলে সাগরে মাছ ধরার সময় সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশের জলসীমা থেকে ৩৭ নাবিকসহ এফভি মেঘনা-৫ ও ৪২ জনসহ এফভি লায়লা-২কে ধরে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড।

তবে কি কারণে ট্রলারগুলো নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি। 

নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মাকসুদ আলম জানান, তিনি বিষয়টি জেনেছেন। খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এম

Wordbridge School
Link copied!