• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রাথমিকের ৬৫৩১ জনের নিয়োগ বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি সোমবার


আদালত প্রতিবেদক মার্চ ২, ২০২৫, ০১:০৩ পিএম
প্রাথমিকের ৬৫৩১ জনের নিয়োগ বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি সোমবার

ঢাকা : ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদনের শুনানির জন্য আগামীকাল সোমবার ধার্য করেছেন আপিল বিভাগ।

রোববার (২ মার্চ) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শিক্ষকদের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও মুনতাসির আহমেদ।

এর আগে, ১৮ ফেব্রুয়ারি, হাইকোর্ট ৬ হাজার ৫৩১ প্রার্থীর নিয়োগ বাতিল করার সিদ্ধান্ত দেয় এবং সেই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ২ মার্চ দিন নির্ধারণ করে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন।

গত বছরের ৩১ অক্টোবর, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৩ পার্বত্য জেলা বাদে ৬ হাজার ৫৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন।

এরপর, একটি রিটের শুনানিতে গত ১৯ নভেম্বর হাইকোর্ট এই নিয়োগ স্থগিত করার নির্দেশ দেয় এবং ৬ মাসের জন্য নিয়োগ কার্যক্রম স্থগিত রাখে। পরে প্রাথমিক শিক্ষা বিভাগ হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করার আবেদন করলে, ৬ ফেব্রুয়ারি আপিল বিভাগে এই বিষয়টি উঠেছিল। পরে, বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এক যৌথ বেঞ্চে শুনানি শেষে ৬ হাজার ৫৩১ প্রার্থীর নিয়োগ বাতিলের নির্দেশ দেন এবং মেধার ভিত্তিতে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৩ মার্চ শুনানি অনুষ্ঠিত হবে।

এমটিআই

Wordbridge School
Link copied!