• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেখ হাসিনার বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহ আজ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৮, ২০২৫, ০৯:৪৫ এএম
শেখ হাসিনার বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহ আজ

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার (১৮ আগস্ট)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যবিশিষ্ট ট্রাইব্যুনালে এদিন সকাল থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আদালতের কার্যক্রমে উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটরসহ সংশ্লিষ্ট আইনজীবীরা।

সোমবারের শুনানিতে বিশেষ গুরুত্ব পাচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি শুরুতে এ মামলার অন্যতম আসামি থাকলেও পরে রাষ্ট্রপক্ষের সঙ্গে সহযোগিতার শর্তে রাজসাক্ষী হিসেবে আত্মপ্রকাশ করেন। তাকে আদালতে হাজির করা হলে তিনি নিজের জবানবন্দি দেওয়ার প্রস্তুতির কথা জানান। আদালত সূত্রে জানা গেছে, মামুনের সাক্ষ্য মামলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রসিকিউশন।

এর আগে রোববার (১৭ আগস্ট) এ মামলায় চারজন গুরুত্বপূর্ণ সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। তাদের প্রত্যেকেই জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংস কর্মকাণ্ডের প্রত্যক্ষদর্শী বা ভুক্তভোগী পরিবারের সদস্য ছিলেন। এ পর্যন্ত মোট ৮১ জন সাক্ষীর তালিকা থেকে ৯ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রসিকিউশন বলছে, নিয়মিত কার্যক্রম চললে আগামী অক্টোবর মাসের মধ্যেই শেখ হাসিনাসহ তিনজন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের কাজ শেষ করা সম্ভব হবে।

প্রসঙ্গত, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে এ মামলার বিচার শুরুর আদেশ দেন। অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে টানা তিন সপ্তাহের আন্দোলনকালে সারা দেশে সংঘটিত সহিংসতায় অন্তত এক হাজার ৪০০ ছাত্র-জনতা নিহত হন। এই হত্যাযজ্ঞে উসকানি, নির্দেশনা ও প্ররোচনার মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে।

রাষ্ট্রপক্ষের দাবি, উচ্চপর্যায়ের পরিকল্পনা ও নির্দেশনা ছাড়া এ ধরনের ভয়াবহ হত্যাযজ্ঞ সম্ভব নয়। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

আজকের সাক্ষ্যগ্রহণ শেষে মামলার পরবর্তী কার্যক্রমের তারিখ নির্ধারণ করবে ট্রাইব্যুনাল। মামলার অগ্রগতি ঘিরে দেশ-বিদেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।

ওএফ
 

Wordbridge School
Link copied!