• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যা

সাবেক আইজিপিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৮, ২০২৫, ০১:৩৪ পিএম
সাবেক আইজিপিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০১৬ সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে সাতজনকে হত্যা করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

সোমবার (১৮ আগস্ট) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, ২০১৬ সালের অক্টোবর মাসে গাজীপুরের একটি বাসায় জঙ্গি অভিযানের ছদ্মবেশে সাতজনকে হত্যা করা হয়। এ সময় র‌্যাবের সোয়াট, সিটিটিসিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৮৩০ রাউন্ড গুলি ছোড়েন।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকা থেকে সাতজন তরুণকে ধরে এনে ওই বাসায় আটকে রাখা হয়। বাইরে থেকে তালাবদ্ধ করে জঙ্গি নাটক সাজিয়ে তাদের গুলি করে হত্যা করা হয়।

নিহত মাদ্রাসাছাত্র ইব্রাহিমের বাবা অভিযোগ দায়ের করলে প্রাথমিক তদন্তের পর চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালে নতুন মামলা দায়ের করেন। মামলায় তৎকালীন এসবি প্রধান ও সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটনের কমিশনার হারুন অর রশীদসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আবেদন করা হয়। পরে ট্রাইব্যুনাল এ পরোয়ানা জারি করেন, জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

গাজী এম এইচ তামীম বলেন, এদিন চানখারপুলে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষীকে হুমকি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় হাজির হন বংশাল থানার ওসি। ট্রাইব্যুনাল তাকে সতর্ক করে বলেন, যে কেউ সাক্ষীকে ভয়ভীতি দেখাবে, তাকে ধরতে হবে।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে পাঁচ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

ওএফ

Wordbridge School
Link copied!