• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আজিম-বৃষ্টিকে ৭ দিনের রিমান্ড চাইলো পুলিশ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২১, ২০২৫, ০৬:০৭ পিএম
আজিম-বৃষ্টিকে ৭ দিনের রিমান্ড চাইলো পুলিশ

ফাইল ছবি

ঢাকা: পর্নোগ্রাফির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার যুগল আজিম ও বৃষ্টিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। 

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে রিমান্ডের জন্য আবেদন করা হয়।

এর আগে রোববার দিবাগত রাতে বান্দরবানের রোয়াংছড়ি বাস স্টেশন সংলগ্ন হাজী পাড়া এলাকার একটি ছয় তলা ভবনের ফ্ল্যাট বাসা থেকে যুগলকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, প্রায় ১৫ দিন আগে তারা বান্দরবান এসে ফল ব্যবসার কথা বলে ওই এলাকায় বাসা ভাড়া নেন এবং তারপর থেকে সেখানে বসবাস করে আসছিলেন। এলাকাবাসীর সঙ্গে তাদের পরিচয় ছিল না এবং জরুরি কাজ ছাড়া তারা বাসা থেকে বের হতেন না।

পুলিশের অনুসন্ধান অনুযায়ী, আলোচিত যুগল পর্ন ভিডিও তৈরি করে তা আন্তর্জাতিক ওয়েবসাইটে আপলোড করতেন। ২০২৪ সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়, যেখানে কয়েক হাজার সদস্য যুক্ত। সেখানে নতুন ভিডিওর লিংক এবং তাদের আয়ের স্ক্রিনশট শেয়ার করা হতো। এছাড়া তারা বিভিন্ন গ্রুপ খুলে অন্যদেরও পর্ণ ভিডিও বানাতে উৎসাহিত করতেন।

এসএইচ

Wordbridge School
Link copied!