• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অপহরণের নাটক সাজিয়েছেন মুফতি মুহিব্বুল্লাহ?


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৮, ২০২৫, ০৯:৫০ এএম
অপহরণের নাটক সাজিয়েছেন মুফতি মুহিব্বুল্লাহ?

গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী (৬০) নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তদন্তে দেখা গেছে, পঞ্চগড়ে কেউ তাকে নিয়ে যায়নি; বরং তিনি নিজেই নিজের পায়ে শিকল বেঁধে শুয়ে ছিলেন—সবই ছিল তার পরিকল্পিত কর্মকাণ্ডের অংশ।

তদন্তে যুক্ত পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, মুহিব্বুল্লাহর দেওয়া অপহরণের সময়, স্থান ও ঘটনাপ্রবাহের সঙ্গে কোনো বাস্তব প্রমাণ মেলেনি। ঘটনাস্থল ও আশপাশের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয়েছে, উল্লিখিত সময়ের মধ্যে সেখানে কোনো অপহরণের ঘটনা ঘটেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ মাদানী নামে পরিচিত এই ধর্মীয় ব্যক্তিত্ব গত ২২ অক্টোবর সকালে টঙ্গীর শিলমুন এলাকার এক সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে অপহরণ করা হয় বলে দাবি করেছিলেন। পরদিন পঞ্চগড়ে হাত-পা বাঁধা অবস্থায় নিজের উদ্ধারের কথাও সংবাদমাধ্যমে জানিয়েছিলেন তিনি।

তিনি আরও বলেছিলেন, অপহরণের আগে একের পর এক উড়ো চিঠির মাধ্যমে হুমকি পেয়েছিলেন এবং অপহরণের পরদিন পর্যন্ত নির্যাতনের শিকার হন।

তবে মঙ্গলবার সকালে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক মাধ্যমে ওই এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দাবি করেন— মুফতি মুহিব্বুল্লাহ আদৌ অপহৃত হননি। পরে পুলিশও তদন্তে সেই তথ্যের সত্যতা পেয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কেন তিনি এমন নাটক সাজিয়েছেন তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামাজিক ও রাজনৈতিক আলোচনায় আসার জন্য তিনি এ ধরনের নাটক সাজিয়ে থাকতে পারেন।

এম

Wordbridge School
Link copied!