• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আগুন ও ককটেল নিক্ষেপকারীদের দেখামাত্র গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৬, ২০২৫, ০৭:০০ পিএম
আগুন ও ককটেল নিক্ষেপকারীদের দেখামাত্র গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

ফাইল ছবি

ঢাকা: যানবাহনে অগ্নিসংযোগ বা ককটেল নিক্ষেপের ঘটনা ঘটলে তা দমাতে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

রোববার (১৬ নভেম্বর) বিকালে বেতার বার্তায় এই নির্দেশ দেওয়া হয়েছে বলে ডিএমপির অপরাধ বিভাগের এক উপকমিশনারসহ তিন কর্মকর্তা জানিয়েছেন।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে। পুলিশ তো বসে থাকবে না।’

বিশেষজ্ঞরা মনে করছেন, সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার আগে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। এর পর নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে, গত সপ্তাহে চট্টগ্রামে কয়েকটি ‘টার্গেট কিলিং’-এর ঘটনায় সিএমপি কমিশনার হাসিব আজিজও অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে দমন করার নির্দেশ দেন। ১১ নভেম্বর দুপুরে বেতার বার্তার মাধ্যমে সেই নির্দেশ দেওয়া হয়।

এসএইচ 

Wordbridge School
Link copied!