• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজধানীর বাড্ডায় বাসে আগুন


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৬, ২০২৫, ১০:৪৬ পিএম
রাজধানীর বাড্ডায় বাসে আগুন

রাজধানীর মধ্য বাড্ডায় একটি বাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। তবে আগুন কী কারণে ছড়িয়ে পড়ে বা এটি নাশকতার ফল কিনা—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (১৬ নভেম্বর) রাত প্রায় ১০টার দিকে বাসটিতে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ পৌঁছায়।

নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, মধ্য বাড্ডায় একটি বাসে আগুন লাগার তথ্য পেয়েছি। আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যাচ্ছে। এখন পর্যন্ত আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো নিশ্চিত তথ্য হাতে নেই।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে শুধু আগুন লাগার খবর পেয়েছি। ঘটনাস্থলে পৌঁছে আমাদের টিম বিস্তারিত পরিস্থিতি জানাবে।

এম

Wordbridge School
Link copied!