• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আবু সাঈদ হত্যা মামলার রায় যেকোনো দিন


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৭, ২০২৬, ০২:২০ পিএম
আবু সাঈদ হত্যা মামলার রায় যেকোনো দিন

ফাইল ছবি

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে দেশের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় যে কোনো দিন রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রহমানসহ ৩০ জন আসামি। তবে গ্রেফতার আছেন ৬ জন। 

প্রসিকিউশন বলছে, ২৫ জনের সাক্ষ্যগ্রহণের মধ্যদিয়ে মামলাটি প্রমাণে যথেষ্ট তথ্য, প্রমাণাধি উপস্থাপন করেছেন তারা। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন রাষ্ট্রপক্ষ। তবে আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের খালাস চেয়েছেন। 

এদিকে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে কারাগার থেকে এ মামলার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন– এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। তবে বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ২৪ জন এখনো পলাতক।

পিএস

Wordbridge School
Link copied!