• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ে আপিলের শুনানি আজ


আদালত প্রতিবেদক ডিসেম্বর ৮, ২০২৫, ১০:১৮ এএম
পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ে আপিলের শুনানি আজ

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশ বিশেষ বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দাখিল করা তিনটি পৃথক আপিল আবেদনের ওপর আজ সোমবার (৮ ডিসেম্বর) চতুর্থ দিনের মতো শুনানি অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আজকের কার্যতালিকায় বিষয়টি রেখেছে।

রোববারের শুনানিতে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চারজন আপিলকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, পদ্ধতিগত ত্রুটি, উদ্দেশ্য ও বিষয়বস্তুর কারণে পঞ্চদশ সংশোধনী পুরো বাতিল হওয়া উচিত। তবে বিকল্প হিসেবে সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়বিচারের স্বার্থে সংশোধনীর কিছু বিধান বহাল রাখারও সুযোগ আপিল বিভাগের রয়েছে।

এর আগে গত ৩ ডিসেম্বর থেকে ধারাবাহিকভাবে তিন দিন শুনানি অনুষ্ঠিত হয়। আজ সেই শুনানিরই চতুর্থ দিন। আদালতে শরীফ ভূঁইয়ার সহকারী হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী কারিশমা জাহান ও বিদুয়ানুল করিম।

২০২৩ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট দুটি রিটের চূড়ান্ত শুনানি শেষে পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা—তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসংক্রান্ত ২০ ও ২১ ধারা, এবং সংবিধানে যুক্ত ৭ক, ৭খ, ৪৪(২) অনুচ্ছেদ—অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেন। একই রায়ে গণভোটের বিধানসংক্রান্ত ১৪২ অনুচ্ছেদ পুনর্বহাল করা হয়। তবে সংশোধনীর অন্যান্য ধারার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংসদের ওপর ন্যস্ত থাকে।

২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাদ দিয়ে পঞ্চদশ সংশোধনী আইন সংসদে পাস করে। এতে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, নারীদের সংরক্ষিত আসন ৪৫ থেকে ৫০-এ উন্নীতকরণ, ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহালসহ মোট ৫৪টি বিধান পরিবর্তিত হয়। একই সংশোধনীতে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ হিসেবে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করা হয়।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চারজন, নওগাঁর বাসিন্দা মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী—এই তিন পক্ষ পৃথক তিনটি আপিল আবেদন দাখিল করেন। এ ছাড়া ইন্টারভেনার হিসেবে যুক্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরামের সুব্রত চৌধুরী, জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস এবং সেন্টার ফর ল’ গভর্ন্যান্স অ্যান্ড পলিসি।

এম

Wordbridge School
Link copied!