• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বড় সুখবর, দেশেই সুস্থ হয়ে যেতে পারেন


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৮, ২০২৫, ১১:৪৫ এএম
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বড় সুখবর, দেশেই সুস্থ হয়ে যেতে পারেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে তাঁর চিকিৎসাসংক্রান্ত মেডিকেল বোর্ড। গতকাল রোববার সিটিস্ক্যানসহ বেশ কিছু পরীক্ষা করা হয়, যেগুলোর রিপোর্ট সন্তোষজনক এসেছে। ফলে বিদেশে নেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করে দেশেই চিকিৎসা চালিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে ভাবছে বোর্ড।

বোর্ডের একজন চিকিৎসক জানান, “খালেদা জিয়া আগের তুলনায় ভালো আছেন। আগেও তাঁর আরও সংকটাপন্ন অবস্থা সামাল দেওয়া গেছে। তাই দেশের মধ্যেই চিকিৎসা সফল হতে পারে বলে আমরা আশাবাদী।” তাঁর সিসিইউতে থাকার মেয়াদ নির্ভর করছে পরবর্তী শারীরিক উন্নতির ওপর।

পরিবারের সদস্যদের সঙ্গে সীমিতভাবে কথা বলারও চেষ্টা করছেন তিনি। সিসিইউতে তাঁর পাশে রয়েছেন ছোট ভাই, ভাইয়ের স্ত্রী এবং দুই পুত্রবধূ। পুত্রবধূ ও চিকিৎসক ডা. জোবাইদা রহমান দেশে অবস্থান করে চিকিৎসার সমন্বয় করছেন।

অন্যদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী জানান, মেডিকেল বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নিলেই তাঁকে লন্ডনে নেওয়া হবে। কাতার সরকারের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে এবং অপারেশনাল কোনো বাধা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়াকে নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্সের ‘ভিভিআইপি’ শিডিউল অনুমোদন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টায় বিমানটি ঢাকা পৌঁছানোর কথা। কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় বিকল্প বিমান ভাড়া করা হয়েছে।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর তাঁর অবস্থা অবনতি হলে তাঁকে সিসিইউতে নেওয়া হয়। তাঁর চিকিৎসায় দেশ-বিদেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বড় মেডিকেল বোর্ড কাজ করছে।

এম

Wordbridge School
Link copied!