• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তাসনিম জারা

‘চামড়া তুলে নেব’ বা ‘জুতা মারো’ স্লোগান দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়


নিউজ ডেস্ক ডিসেম্বর ৮, ২০২৫, ১১:২০ এএম
‘চামড়া তুলে নেব’ বা ‘জুতা মারো’ স্লোগান দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়

বরিশালে বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ঘিরে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতি সামাজিক মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। গতকাল এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, ফুয়াদ যখন নিজের নির্বাচনী এলাকায় যাচ্ছিলেন, তখন পেছন থেকে কিছু লোক তাকে উদ্দেশ্য করে অশালীন স্লোগান দেয়—“ফুয়াদের দুই গালে জুতা মারো” এবং “ফুয়াদের চামড়া তুলে নেব।”

এ পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং ফুয়াদের সহকর্মীরা তাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নিতে চেষ্টা করেন। তবে, তিনি নিজ এলাকা সফরের সময় আবারও স্থানীয় জনতার এমন তীব্র প্রতিবাদের মুখে পড়েন।

ঘটনাটি নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা সামাজিকমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি বলেন, “আজ রোববার বরিশালে ফুয়াদ ভাইকে ঘিরে যে ঘটনা ঘটেছে, তা ভীষণ উদ্বেগের। এই ধরনের ঘটনা রাজনৈতিক অঙ্গনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করে।”

তাসনিম জারা আরও বলেন, “ফুয়াদ ভাইয়ের রাজনৈতিক মতাদর্শের সঙ্গে হয়তো আমার বা আপনার একমত না হতে পারে, কিংবা তার দলের নীতির প্রতি প্রশ্ন থাকতে পারে। কিন্তু একটি নির্বাচনী এলাকা বা গণতান্ত্রিক পরিসরে একজন প্রার্থীকে ‘চামড়া তুলে নেব’ বা ‘জুতা মারো’ স্লোগান দেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। এটি একেবারেই অস্বস্তিকর এবং সুস্থ গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর।”

তিনি আরো বলেন, “রাজনীতিতে বিরোধিতা থাকবে, তর্ক হবে, তবে তার মানে এই নয় যে কাউকে শারীরিকভাবে হেনস্তা করা বা এমন অশালীন ভাষায় আক্রমণ করা হবে। এটি কোনোভাবেই সমাজের উন্নত রাজনীতি হতে পারে না।”

শেষে তাসনিম জারা বলেছেন, “রাজনীতি হতে হবে যুক্তির ভিত্তিতে, গায়ের জোরে নয়।”

এ ঘটনার পর থেকে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এবং অনেকেই এই ধরনের অশালীন আচরণের বিরুদ্ধে কথা বলছেন, যা গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী বলে বিবেচিত হচ্ছে।

এম

Wordbridge School
Link copied!