• ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনীর চূড়ান্ত আপিল শুনানি


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১১, ২০২৫, ০১:২৯ পিএম
নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনীর চূড়ান্ত আপিল শুনানি

ফাইল ছবি

ঢাকা: সংবিধানের পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের চূড়ান্ত শুনানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন। 

পঞ্চদশ সংশোধনীর কিছু কিছু পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিৎ বলে আপিল বিভাগকে জানালেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। 

এদিন, অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতিকে বলেন, আগের আপিল বিভাগের মতো এমন কোনো রায় দিতে চাননা, যা নিয়ে প্রশ্ন ওঠে। 

বিএনপির আইনজীবীরা বলেন, দেশের মানুষ নির্বাচনমূখী। দুই মাসে পর নির্বাচন। এখন পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল করলে পরবর্তী সংসদের জন্য সংস্কারে জটিলতা তৈরি হবে। 

পরে ব্যারিস্টার সারা হোসেন বলেন, সংবিধানের পরবর্তী সংশোধনে যাতে মুক্তিযুদ্ধের বিষয়গুলো অক্ষুণ্ণ থাকে।

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাস হয়। গত জুলাই গণ–অভ্যুত্থানের পর হাইকোর্টে এই সংশোধনী নিয়ে রিট করা হলে গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি–সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারাকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুজন সম্পাদকসহ চার ব্যক্তি, নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল- এই তিন পক্ষ পৃথক আপিল দায়ের করে। এই আপিলগুলোর ওপর ৩ ডিসেম্বর শুনানি শুরু হয়েছিল।

পিএস

Wordbridge School
Link copied!