ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে (৪৩) আটক করেছে র্যাব।
রোববার (১৪ ডিসেম্বর) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল-৫৪-৬৩৭৫। পরে বিআরটিএ যাচাইয়ের মাধ্যমে মালিক আব্দুল হান্নানের নাম নিশ্চিত করা হয়।
আব্দুল হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়ার বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকায় বসবাস করেন। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে র্যাব তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেই মোটরসাইকেলের মালিকানা স্বীকার করেছেন।
র্যাবের সূত্র জানায়, ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে হাদি রিকশা যোগে বাড়ি ফেরার সময় বিজয়নগর ক্রসিং এলাকায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে তার ওপর গুলি চালায় এবং পালিয়ে যায়। হামলার সঙ্গে আব্দুল হান্নানের সরাসরি জড়িত থাকার সম্ভাবনা যাচাই করা হচ্ছে।
উল্লেখ্য, এই হত্যাচেষ্টা মামলায় ঘটনার পর থেকে র্যাব তদন্ত করছে এবং প্রাথমিকভাবে হত্যার উদ্দেশ্য নিয়ে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
এম







































