ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতে পালিয়ে গেছেন—এমন দাবির পর এবার নতুন তথ্য সামনে এসেছে। আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের দাবি করেছেন, ভারতে পৌঁছানোর পর ফয়সাল সেলফি তুলে তা বিভিন্ন নম্বরে পাঠিয়েছেন।
রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের এ দাবি করেন। তিনি বলেন, হামলার পর সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে ফয়সাল নিজেকে নিরাপদ প্রমাণ করতেই এমন ছবি পাঠাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে এসে রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, গুলি করেন ফয়সাল করিম মাসুদ এবং মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর। ঘটনার পরদিনই পুলিশ ফয়সালের ছবি প্রকাশ করে তাকে ধরতে পুরস্কার ঘোষণা করে। রোববার হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হামলার পরপরই দুই সন্দেহভাজন রাজধানীর ভেতরে একাধিক জায়গায় অবস্থান বদল করে। কালভার্ট রোড থেকে নয়াপল্টন, শাহবাগ, বাংলামটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে তারা আগারগাঁও অতিক্রম করে মিরপুরে যায়। সেখান থেকে প্রাইভেটকারে করে তারা ঢাকার বাইরে চলে যায়।
আইনশৃঙ্খলা বাহিনী ও সীমান্ত এলাকার সূত্র বলছে, মিরপুর থেকে আশুলিয়া ও গাজীপুর হয়ে তারা ময়মনসিংহে পৌঁছায়। পরে যানবাহন পরিবর্তন করে হালুয়াঘাটের দিকে রওনা দেয়। হালুয়াঘাটের ধারাবাজার এলাকায় একটি পেট্রোল পাম্পে গাড়ি রেখে স্থানীয় তিন যুবকের সহায়তায় মোটরসাইকেলে করে তারা ভুটিয়াপাড়া সীমান্ত এলাকায় পৌঁছায়। রাত আনুমানিক আড়াইটার দিকে তারা সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলার তুরা এলাকায় প্রবেশ করে বলে স্থানীয় সূত্রের দাবি।
তদন্তে আরও জানা গেছে, পুলিশের নজর এড়াতে সন্দেহভাজনরা নিজেদের ডিজিটাল ডিভাইস সঙ্গে না রেখে সেগুলো সচল অবস্থায় রাজধানীর বিভিন্ন স্থানে রেখে যায়। এতে করে প্রযুক্তিগত ট্র্যাকিংয়ে বিভ্রান্তি তৈরি হয় এবং তারা নিরাপদে এলাকা ছাড়তে সক্ষম হয়।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, অভিযুক্তদের বৈধভাবে বিদেশে যাওয়ার কোনো তথ্য ইমিগ্রেশন ডাটাবেজে পাওয়া যায়নি। তার ভাষ্য অনুযায়ী, ফয়সাল করিম মাসুদের সর্বশেষ বিদেশযাত্রা ছিল চলতি বছরের জুলাই মাসে থাইল্যান্ড থেকে দেশে ফেরা। এরপর তার কোনো বৈধ দেশত্যাগের রেকর্ড নেই।
তবে তিনি জানান, শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধ পারাপারের সঙ্গে জড়িত একটি চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এ ছাড়া হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে র্যাব-২ গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। হামলায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি গুরুতর অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজ সোমবার দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংশ্লিষ্ট উপদেষ্টা, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী, চিকিৎসক দল ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এম







































