• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক দর পতনের শীর্ষে ইউনাইটেড পাওয়ার


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৫, ২০২০, ১১:২৭ এএম
সাপ্তাহিক দর পতনের শীর্ষে ইউনাইটেড পাওয়ার

ফাইল ছবি

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শেয়ারের দর কমার শীর্ষ ১০- এর তালিকায় প্রথমে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর কমেছে ১২ দশমিক ৭০ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ৭ কোটি ২৩ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ৩৬ কোটি ৩৬ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

দর পতনের তালিকায় অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে- আইএফআইসি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড, তৃতীয় স্থানে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, চতুর্থ স্থানে এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, পঞ্চম স্থানে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, ষষ্ঠ স্থানে এসিআই লিমিটেড, সপ্তম স্থানে তাকাফুল ইসলামী ইন্সুরেন্স লিমিটেড, অষ্টম স্থানে শ্যামপুর সুগার মিলস লিমিটেড, নবম স্থানে পপুলার লাইফ ফাস্ট মিউচুয়াল ফান্ড এবং দশম স্থানে রয়েছে আইসিবি এএমসিএ ফাস্ট অগ্রাণী ব্যাংক মিউচুয়াল ফান্ড।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!