• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দর বাড়ার শীর্ষে যথারীতি বেক্সিমকো


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৬, ২০২০, ১১:৩১ এএম
দর বাড়ার শীর্ষে যথারীতি বেক্সিমকো

ঢাকা : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইম্পার্টে কোম্পানি (বেক্সিমকো) বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ারের দর বেড়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচানায় এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গেল সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরু আগে বেক্সিমকোর শেয়ার দর ছিল ৩২ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৪৬.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার দর ১৪.৩০ টাকা বা ৪৪.৬৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বেক্সিমকো ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, তৃতীয় স্থানে শাইনপুকুর সিরামিক, চতুর্থ স্থানে জেএমআই সিরিঞ্জ, পঞ্চম স্থানে ইফাদ অটোস, ষষ্ঠ স্থানে বাংলাদেশ সাবমেরিন কেবল, সপ্তম স্থানে পাইওনিয়ার ইন্স্যুরেন্স, অষ্টম স্থানে ফনিক্স ইন্স্যুরেন্স, নবম স্থানে মোজাফফর হোসাইন স্পিনিং মিলস এবং দশম স্থানে সোনালী আঁশের শেয়ার দর।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!