• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

দরপতনের শীর্ষে জুট স্পিনার্স


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৭, ২০২১, ০৪:০৪ পিএম
দরপতনের শীর্ষে  জুট স্পিনার্স

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জুট স্পিনার্স লিমিটেড। 

রোববার (১৭ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৯ শতাংশ বা ১১ টাকা ৬০ পয়সা কমেছে। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য কমে দাঁড়িয়েছে ১০৪ টাকা ৫ পয়সা।

রোববার কোম্পানিটি ৪ হাজার ৮২০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ ১ হাজার টাকা।

তালিকার কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) শেয়ার দর কমেছে ৯ দশমিক ৯৫ শতাংশ। 

তালিকায় তৃতীয় স্থানে থাকা সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের দর কমেছে ৯ দশমিক ৯৫ শতাংশ, চতুর্থ স্থানে থাকা আলিফের দর কমেছে ৯ দশমিক ৯০ শতাংশ, পঞ্চম স্থানে থাকা ইমাম বাটন ৯ দশমিক ৮৭ শতাংশ, ষষ্ঠ স্থানে থাকা এডিএন টেলিমক ৯ দশমিক ৬৫ শতাংশ, সপ্তম স্থানে থাকা শাইনপুকুর সিরিমিক ৯ দশমিক ৪৫ শতাংশ, অষ্টম স্থানে থাকা আলটেক্স ৯ দশমিক ৩২ শতাংশ, নবম স্থানে থাকা এসআলম কোর্ড রোল স্টিল ৯ দশমিক ১৬ শতাংশ এবং দশম স্থানে থাকা এএফসি এগ্রো বায়োটেক ৯ দশমিক ০৯ শতাংশ দর হারিয়েছে। 

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!