• ঢাকা
  • শনিবার, ২৫ মে, ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১

দর পতনের শীর্ষে এনভয় টেক্সটাইল


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১, ২০২১, ০৫:৩১ পিএম
দর পতনের শীর্ষে এনভয় টেক্সটাইল

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন মাসের প্রথম এবং সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার শেয়ারের দর পতন বা টপটেন লুজারের তালিকায় প্রথমে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস লিমিটেড (ইটিএল)। সোমবার (১ ফেব্রুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৯ শতাংশ বা ১ টাকা ৪০ পয়সা কমেছে। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য কমে দাঁড়িয়েছে ২৪ টাকা। গত কার্যদিবস রোববার দেনদেন শেষে শেয়ারটির মূল্য ছিল ২৫ টাকা ৪০ পয়সা।

সোমবার কোম্পানিটি ৬২ বারে ৭৩ হাজার ৬৪২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ লাখ টাকা। 

তালিকার কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা তুংহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড এর শেয়ার দর কমেছে ৬ দশমিক ২৫ শতাংশ বা ২০ পয়সা। 

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীনশর্ট

বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য কমে দাঁড়িয়েছে ৩ টাকা। গত কার্যদিবস রোববার লেনদেন শেষে শেয়ারটির মূল্য ছিল ৩ টাকা ২০ পয়সা। 

আজ কোম্পানিটি ৫০ বারে ১ লাখ ১৬ হাজার ১৭৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর শেয়ার দর কমেছে ৫ দশমিক ৫২ শতাংশ বা ২ টাকা ৩০ পয়সা। 

বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য কমে দাঁড়িয়েছে ৩৯ টাকা ৩০ পয়সায়। গত কার্যদিবস রোববার লেনদেন শেষে শেয়ারটির মূল্য ছিল ৪১ টাকা ৬০ পয়সা। 

আজ কোম্পানিটি ৫৩৯ বারে ৪ লাখ ৭৩ হাজার ২০৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯০ লাখ টাকা।

পতনের তালিকায় চতুর্থ স্থানে থাকা ফনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড এর দর কমেছে ৫ দশমিক ৪০ শতাংশ, পঞ্চম স্থানে থাকা কনফিডেন্স সিমেন্ট লিমিটেড এর ৪ দশমিক ৭৫ শতাংশ, ষষ্ঠ স্থানে থাকা ব্রিটিশ অ্যামেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বেটবিসি) এর ৪ দশমিক ৭৪ শতাংশ, সপ্তম স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল বিডি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান এর ৪ দশমিক ৫৯ শতাংশ, অষ্টম স্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) এর ৪ দশমিক ৫৮ শতাংশ, নবম স্থানে থাকা গোল্ডেন সন লিমিটেড এর ৪ দশমিক ৩১ শতাংশ এবং দশম স্থানে থাকা গোল্ডেন সন লিমিটেড এর শেয়ার দর ৪ দশমিক ২২ শতাংশ দর কমেছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!