• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ড


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৭, ২০২১, ০৪:৪৪ পিএম
দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ড

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার শেয়ারের দর পতন বা টপটেন লুজারের তালিকায় প্রথমে উঠে এসেছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। 

রোববার (৭ ফেব্রুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন ফান্ডটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬১ শতাংশ বা ২ টাকা কমেছে। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য কমে দাঁড়িয়েছে ১৮ টাকা ৮০ পয়সা। গত কার্যদিবস বৃহস্পতিবার দেনদেন শেষে শেয়ারটির মূল্য ছিল ২০ টাকা ৮০ পয়সা।

আজ ৬৯৬ বারে কোম্পানিটির ৮ লাখ ৩৬ হাজার ১৫৩টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ১ কোটি ৬১ লাখ টাকা। 

তালিকার কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা মীর আখতার হোসাইন লিমিটেড এর শেয়ার দর কমেছে ৯ দশমিক ৪২ শতাংশ বা ৮ টাকা ৫০ পয়সা। 

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীনশর্ট

বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য কমে দাঁড়িয়েছে ৮১ টাকা ৭০ টাকা। গত কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে শেয়ারটির মূল্য ছিল ৯০ টাকা ২০ পয়সা। 

আজ ১১ হাজার ৬১৬ বারে কোম্পানিটির ২৩ লাখ ৮৭ হাজার ৮২৩টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ১৯ কোটি ৮১ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিক লিমিটেড এর শেয়ার দর কমেছে ৯ দশমিক ১২ শতাংশ বা ২ টাকা ২০ পয়সা। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য কমে দাঁড়িয়েছে ২১ টাকা ৯০ পয়সায়। গত কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে শেয়ারটির মূল্য ছিল ২৪ টাকা ১০ পয়সা। 

আজ ১ হাজার ২৪২ বারে কোম্পানিটির ১৫ লাখ ৯৯ হাজার ৭৫৫টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ৩ কোটি ৬৩ লাখ টাকা।

পতনের তালিকায় চতুর্থ স্থানে থাকা এপোলো ইস্পাতের দর কমেছে ৯ দশমিক ০৯ শতাংশ, পঞ্চম স্থানে থাকা বেক্সিমকোর ৯ দশমিক ০৬ শতাংশ, ষষ্ঠ স্থানে থাকা জিকিউ বলপেনের ৮ দশমিক ৭১ শতাংশ, সপ্তম স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ৮ দশমিক ৬৪ শতাংশ, অষ্টম স্থানে থাকা সাইফ পাওয়ারটেকের ৮ দশমিক ৬২ শতাংশ, নবম স্থানে থাকা ফু-ওয়াং সিরামিকের ৮ দশমিক ১৮ শতাংশ এবং দশম স্থানে থাকা বেক্সিমকো ফার্মার শেয়ার দর ৭ দশমিক ৯ শতাংশ দর কমেছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!