• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে রবি


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০৩:২৬ পিএম
সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে রবি

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে প্রথমে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) ডিএসই’র ওয়েবসাইট থেকে সাপ্তাহিক (২২-২৫ ফেব্রুয়ারি পর্যন্ত) বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১১ দশমিক ২০ শতাংশ। এ সময়ে কোম্পানিটি সর্বমোট ১৬৯ কোটি ১৫ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪২ কোটি ২৮ লাখ ৮২ হাজার টাকা।

Caption

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বিদায়ী সপ্তাহে কোম্পানির শেয়ার দর বেড়েছে ১০ দশমিক ৭৭ শতাংশ। এ সময়ে কোম্পানিটি সর্বমোট ২৯ কোটি ৭৭ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৪৪ লাখ ৪৪ হাজার ৫শ’ টাকা। 

সপ্তাহজুড়ে দর বাড়ার তালিকায় তৃতীয় স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের দর বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৫০ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২ লাখ ৫৫ হাজার ২৫০ টাকা।

তালিকার কোম্পানিগুলো মধ্যে চতুর্থ স্থানে থাকা ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ দশমিক ১৭ শতাংশ, পঞ্চম স্থানে থাকা সামিট পাওয়ার লিমিটেডের ৮ দশমিক ৮০ শতাংশ, ষষ্ঠ স্থানে থাকা বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৮ দশমিক ৩৯ শতাংশ, সপ্তম স্থানে থাকা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ৭ দশমিক ২১ শতাংশ, অষ্টম স্থানে থাকা আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ৬ দশমিক ৭৬ শতাংশ, নবম স্থানে থাকা এডিএন টেলিকম লিমিটেডের ৬ দশমিক ৩১ শতাংশ এবং দশম স্থানে থাকা পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৯৩ শতাংশ দর বেড়েছে সপ্তাহজুড়ে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!