• ঢাকা
  • শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফার্স্ট ফাইন্যান্সের স্থগিত এজিএমের নতুন তারিখ নির্ধারণ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৮, ২০২১, ০১:৩৬ পিএম
ফার্স্ট ফাইন্যান্সের স্থগিত এজিএমের নতুন তারিখ নির্ধারণ

ঢাকা : উচ্চ আদালত থেকে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার অনুমোদন পাওয়ার পর নতুন তারিখ নির্ধারণ করেছে ফার্স্ট ফাইন্যান্স। এর আগে আদালতের স্থগিতাদেশ থাকায় ২০১৮ সালে কোম্পানিটির এজিএম হয়নি। 

রোববার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা হয়েছে।

জানা গেছে, ২১ মার্চ সকাল সাড়ে ১১টায় ভার্চ্যুয়ালি ২৬তম এই এজিএম অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২০১৯ সালের ২৩ জুলাই।

এর আগে প্রাথমিকভাবে ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর ২৬তম এজিএম আয়োজনের তারিখ নির্ধারণ করেছিল ফার্স্ট ফাইন্যান্স। কিন্তু উচ্চ আদালতের অনুমোদন না পাওয়ায় তা স্থগিত করা হয়।

তবে সম্প্রতি হাইকোর্ট ডিভিশনের পক্ষ থেকে একটি আদেশ হাতে পেয়েছে কোম্পানিটি। এ আদেশে ফার্স্ট ফাইন্যান্সকে ২৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ১২ সপ্তাহের মধ্যে স্থগিত থাকা এজিএম আয়োজন করতে বলা হয়।

সোনালীনিউজ/আরএইচ

Wordbridge School
Link copied!