• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

সাপ্তাহিক দর পতনের শীর্ষে বেটবিসি


নিজস্ব প্রতিবেদক মার্চ ৬, ২০২১, ০১:৫৯ পিএম
সাপ্তাহিক দর পতনের শীর্ষে বেটবিসি

ফাইল ফটো

ঢাকা: সদ্য সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ অ্যামেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বেটবিসি)।

শনিবার (৪ মার্চ) ডিএসই’র ওয়েবসাইট সদ্য বিদায়ী সপ্তাহের (২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত) সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর কমেছে ৬৩ দশমিক ৫৪ শতাংশ। এ সময়ে কোম্পানিটি সর্বমোট ২৪১ কোটি ৬৪ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৮ কোটি ৩২ লাখ ৮৮ হাজার ২শ’ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ‘এ’ ক্যাটাগরির কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের শেয়ার দর কমেছে ১২ দশমিক ৪২ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৮ কোটি ৯৬ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ৪শ’ টাকা।

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীণশর্ট

তালিকায় তৃতীয় স্থানে থাকা ‘এ’ ক্যাটাগরির কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সপ্তাহজুড়ে শেয়ার দর কমেছে ৫ দশমিক ৫৯ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পাটি সর্বমোট ৫১ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ কোটি ৩৮ লাখ ৯৯ হাজার ৬শ’ টাকা।

তালিকার কোম্পানিগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে থাকা রূপালী ব্যাংক লিমিটেরের ৫ দশমিক ২৪ শতাংশ, পঞ্চম স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৫ দশমিক ২২ শতাংশ, ষষ্ঠ স্থানে থাকা গোল্ডেন সন লিমিটেডের ৪ দশমিক ০৮ শতাংশ, সপ্তম স্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট এন্ড ইমপোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো) ৩ দশমিক ৯৮ শতাংশ, অষ্টম স্থানে থাকা ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ৯১ শতাংশ, নবম স্থানে থাকা পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৩ দশমিক ৭৮ শতাংশ, এবং দশম স্থানে থাকা পাইওনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর সপ্তাহজুড়ে কমেছে ৪ দশমিক ৪৮ শতাংশ।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!