• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৯, ২০২১, ১২:৪৮ পিএম
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ফাইল ফটো

ঢাকা: পবিত্র শবে বরাত ও হোলি উৎসব উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বন্দরের সকল প্রকার কার্যক্রম স্বাভাবিক থাকবে।

জানা গেছে, সোম ও মঙ্গলবার এ স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার আবার যথারীতি শুরু হবে বন্দরের সব কার্যক্রম।

বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, সোমবার ও মঙ্গলবার ২ দিন হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। দুই দেশের স্থানীয় পর্যায়ের ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

এই বিষয়ে আব্দুর রহমান লিটন বলেন, মুসলমানদের পবিত্র শবে বরাত ও হিন্দুদের হোলি উৎসব উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বুধবার থেকে পুনরায় আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম আবার শুরু হবে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!