• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গ্রামীণফোনের চূড়ান্ত লভ্যাংশ অনুমোদন 


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৯, ২০২১, ০৪:৩৫ পিএম
গ্রামীণফোনের চূড়ান্ত লভ্যাংশ অনুমোদন 

ফাইল ছবি

ঢাকা: শেয়ারবাজারের তালিকাভুক্ত গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সালের সমাপ্ত হিসাব বছরের জন্য নগদ মোট ২৭৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে।  

সোমবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় গ্রামীণফোনের ২৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এসব তথ্য জানানো হয়। 

পরিশোধিত মূলধনের ১৪৫ শতাংশ হারে (অর্থাৎ, ১০ টাকার প্রতি শেয়ারে ১৪.৫ টাকা) এই চূড়ান্ত আর্থিক লভ্যাংশ ঘোষণা করেছে। যার মধ্যে পূর্ববর্তী ১৩০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দেয়া হয়েছে। এ হিসাবে ২০২০ সালে কর পরবর্তী মুনাফা দাঁড়ায় ৯৯.৮৬ শতাংশ।

কোম্পানিটির বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ টাকা ৫৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদের পরিমান (এনএভি) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৫৯ পয়সা। নীট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (এনওসিএফপিএস) ২৪ টাকা ৮৬ পয়সা।

সোনালীনিউজ/আরএইচ

Wordbridge School
Link copied!