• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন ছাড়ালো হাজার কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৫, ২০২১, ০১:১২ পিএম
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন ছাড়ালো হাজার কোটি টাকা

ফাইল ছবি

ঢাকা: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে গেচে। 

রোববার  (২৫ এপ্রিল) ডিএসইএ’র ওয়েব সাইট সূত্রে এই তথ্য জানা যায়।

জানা গেছে, কঠোর বিধি নিষেধের মধ্যে আজ দেশের দোকান ও শপিংমল খোলার দিনে ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯৮ পয়েন্টে। ডিএসই'র অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২০১টির, শেয়ার দর কমেছে ৭৮টির এবং ৭৮টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত আছে। 

আজ ডিএসইতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৮৮ কোটি ৮৬ লাখ ২৪ হাজার টাকা।

সোনালীনিউজ/আরএইচ
 

Wordbridge School
Link copied!