• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ই-কমার্সে কার্ড ব্যবহারে ব্র্যাকের নিষেধাজ্ঞা, দায় নেবে না সিটি ব্যাংকও


নিজস্ব প্রতিবেদক জুন ২৩, ২০২১, ০৪:৪৪ পিএম
ই-কমার্সে কার্ড ব্যবহারে ব্র্যাকের নিষেধাজ্ঞা, দায় নেবে না সিটি ব্যাংকও

ফাইল ফটো

ঢাকা: ইভ্যালি ও ধামাকা শপিংসহ ১০টি ই-কমার্স সাইট থেকে ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডের মাধ্যমে কেনাকাটায় নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্র্যাক ব্যাংক। অন্যদিকে পাঁচটি ই-কমার্সে কার্ড ব্যবহার করে কোন ধরনের প্রতারণার শিকার হলে তার জন্য সিটি ব্যাংক কোন প্রকার দায়ী থাকবে না বলে জানিয়েছে ব্যাংকটির কর্তৃপক্ষ।

ব্রাক ব্যাংক জানায়, অনলাইন মার্কেট প্লেস নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠায় এমন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ব্যাংকটি। ব্যাংকের নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো- আলাদিনের প্রদীপ, কিউকম, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপিং, আদিয়ান মার্ট, বুম বুম, নিডস ডট কম বিডি ও আলেশা মার্ট।

এদিকে মঙ্গলবার এক নির্দেশনায় সিটি ব্যাংক জানায়, ইভ্যালি, আলেশা মার্ট, ধামাকা শপিং, ই-অরেঞ্জ ও সিরাজগঞ্জ শপিং এই পাঁচ সাইটে গিযে তাদের আমেরিকান এক্সপ্রেস (এমেক্স) কার্ড দিয়ে অনলাইন কেনাকাটায় কোনো ধরনের প্রতারণার শিকার হলে সিটি ব্যাংক এর জন্য দায়ী থাকবে না। 

দুই ব্যাংকের কার্ড বিভাগের কর্মকর্তারা জানান, সতর্কতার অংশ হিসেবে ব্যাংকের গ্রাহকদের এসব অনলাইনে কেনাকাটায় নিরুৎসাহিত করা হচ্ছে। এটি সাময়িক।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!