ফাইল ফটো
ঢাকা: শেয়ারবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ৮ম ডিজিটাল বার্ষিক সাধারণ সভা ওইদিন দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য এবং ২ শতাংশ ২০২১ হিসাব বছরের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ।
প্রসঙ্গত, কোম্পানিটি ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
সোনালীনিউজ/এমএইচ







































