• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার লেনদেনে ফিরছে ৩ কোম্পানি, বন্ধ ৩ ফান্ড


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১, ২০২১, ০১:৩২ পিএম
বৃহস্পতিবার লেনদেনে ফিরছে ৩ কোম্পানি, বন্ধ ৩ ফান্ড

ফাইল ফটো

ঢাকা: রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ থাকার পর শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) লেনদেনে ফিরছে। একই দিনে রেকর্ড ডেট এর কারণে তিনটি ফান্ডের লেনদেন বন্ধ থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনে ফিরতে যাওয়া মিউচ্যুয়াল ফান্ডসহ কোম্পানি তিনটি হলো- প্রিমিয়ার ব্যাংক, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড এবং ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

সূত্র মতে, রেকর্ড ডেট সংক্রান্ত কারণে কোম্পানি তিনটির শেয়ার ও ইউনিট লেনদেন আজ বুধবার বন্ধ রয়েছে। আর রেকর্ড ডেটের পর ০২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।

অন্যদিকে বৃহস্পতিবার লেনদেন বন্ধ থাকার তালিকার ফান্ডগুলো হলো- এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড এবং এসইএমএল আইবিবিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড।

এর আগে ফান্ড তিনটি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে ফান্ড তিনটি। রোববার (৫ সেপ্টেম্বর) এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!