• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

জরিমানার কবলে এনআরবিসি ব্যাংক


নিজস্ব প্রতিনিধি সেপ্টেম্বর ৬, ২০২১, ০১:২৫ পিএম
জরিমানার কবলে এনআরবিসি ব্যাংক

ফাইল ছবি

ঢাকা : শেয়ারবাজারে আইনে বেধে দেওয়ার সীমার থেকে বেশি বিনিয়োগ করায় এনআরবি কমার্শিয়াল ব্যাংককে (এনআরবিসি ব্যাংক) জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটিকে সাড়ে ২৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, এককভাবে (সাবসিডিয়ারি ব্যতিত) গত জুলাই মাসে এনআরবিসি ব্যাংক থেকে ক্যাপিটালের ২৭% এর বেশি বিনিয়োগ করেছে। যেখানে আইনে সর্বোচ্চ ২৫% বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বলেছেন, বিনিয়োগকৃত সিকিউরিটিজের দর বাড়ার কারনে বিনিয়োগ ২৫% এর বেশি হয়েছে। প্রকৃতপক্ষে শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ ২০% এর মধ্যে।

তিনি বলেন, ব্যাংকের বিনিয়োগ গণনা করা হয় বাজার দরের উপর। যাতে শেয়ারবাজার ভালো করলে বিনিয়োগ বেড়ে যায়। কিন্তু সেটা সমন্বয় করতে গেলে শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, এনআরবি কমার্শিয়াল ব্যাংক শেয়ারবাজার ১২০ কোটি টাকা উত্তোলনের জন্য ১২ কোটি শেয়ার ইস্যু করে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১০ টাকা। আজ সর্বশেষ ২৭ টাকা ৬০ পয়সা দরে শেয়ারটি লোনদেন চলছে। 

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!