• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডেসটিনি-যুবক গ্রাহকদের ৬০ শতাংশ টাকা ফেরত দেওয়া যাবে


নিজস্ব প্রতিনিধি সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৫:৫২ পিএম
ডেসটিনি-যুবক গ্রাহকদের ৬০ শতাংশ টাকা ফেরত দেওয়া যাবে

ফাইল ছবি

ঢাকা : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ডেসটিনি ও যুবকের যে সম্পদ রয়েছে তা বিক্রি করে গ্রাহকদের ৫০ থেকে ৬০ শতাংশ টাকা ফেরত দেওয়া যাবে। রোববার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

‘প্রতিযোগিতা আইন বাস্তবায়নের মাধ্যমে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টিতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের ভূমিকা’ শীর্ষক ওই কর্মশালায় বাণিজ্যমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে তিনি কথা বলেছেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ডেসটিনি ও যুবকের অনেক সম্পদ রয়েছে। সম্পদগুলোর দামও বেড়েছে অনেক। ন্যায্যমূল্যে বিক্রি করলেও যে টাকা পাওয়া যাবে তা দিয়ে গ্রাহকদের ৫০ থেকে ৬০ শতাংশ টাকা ফেরত দেওয়া যাবে।’

টিপু মুনশি বলেন, ‘আইনমন্ত্রী আমাকে বললেন এটা আদালতের বিষয়। কাউকে (কোনো সংস্থা) দিয়ে সংযুক্ত করে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে। আইন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে।’

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ই-কমার্স খাত নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এই খাতটি এগিয়ে যাচ্ছে। কয়েকটি প্রতিষ্ঠানের জন্য অন্তত ৩০ হাজার প্রতিষ্ঠানকে আমরা বিপদে ফেলতে পারি না।’ এ সময় একটি ই-কমার্স সাইটে পণ্যের অর্ডার দিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘গত কোরবানির ঈদের আগের কোরবানি ঈদে একটি ই-কমার্স প্রতিষ্ঠান উদ্বোধনের সময় একটি গরুর জন্য এক লাখ টাকা দিয়েছিলাম। কিন্তু আমাকে যে গরুটি দেখিয়েছিল, তা আমি পাইনি। আমি নিজেই অর্ডার করে প্রতারিত হয়েছিলাম।’

মন্ত্রী বলেন, ‘একটি জিনিস নতুন করে চালু করলে, সেটা নিয়ে সমস্যার সৃষ্টি হয়। তার ভুক্তভোগী আমি নিজেই।’ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন সংস্থাটির তিন সদস্য জি এম সালেহ উদ্দিন, এ এফ এম মনজুর কাদির ও নাসরিন বেগম এবং আইন পরামর্শক মাফরুহা মারফি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!