• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আইপিও নিয়ে শেয়ারবাজারে আসছে এশিয়াটিক ল্যাবরেটরিজ  


নিজস্ব প্রতিনিধি অক্টোবর ৬, ২০২১, ১০:০৩ এএম
আইপিও নিয়ে শেয়ারবাজারে আসছে এশিয়াটিক ল্যাবরেটরিজ  

ফাইল ছবি

ঢাকা: বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে আসতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বিষয়ক রোড শো করবে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

কোম্পানিটি আগামী ২৪ অক্টোবর (রোববার) হোটেল রেডিসনে সন্ধ্যা ৭টায় এ রোড শো করবে।

জানা গেছে, রোড শোতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অংশগ্রহণ করবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে মার্চেন্ট ব্যাংক, পোর্টফোলিও ম্যানেজার, মিউচ্যুয়াল ফান্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, তহবিল ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, বিকল্প অর্থায়নকারী প্রতিষ্ঠান, বিদেশি প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক নির্বাচিত অন্যান্য প্রতিষ্ঠান।

এশিয়াটিক ল্যাবরেটরিজের ইস্যু ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করবে শাহজালাল ইক্যুইটি মেনেজম্যান্ট লিমিটেড এবং রেজিষ্টার টু দ্যা ইস্যু হিসাবে কাজ করবে বিএমএসএল ইনভেষ্টমেন্ট লিমিটেড।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!