• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দুর্ঘটনায় আহত হান্নান মাসউদ


ভোলা প্রতিনিধি ডিসেম্বর ১৫, ২০২৫, ০৩:০৯ পিএম
দুর্ঘটনায় আহত হান্নান মাসউদ

ফাইল ছবি

হাতিয়ায় জনসংযোগ চালানোর সময় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী-৬ আসনের এমপি প্রার্থী আব্দুল হান্নান মাসউদ। রোববার বিকেলে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জনসংযোগের সময় সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করছিলেন হান্নান মাসউদ। এ সময় পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। অটোরিকশাটি তার বাঁ পায়ের ওপর দিয়ে চলে গেলে তিনি আঘাত পান।

হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা জানান, দুর্ঘটনার পর পায়ে আঘাত পেলেও প্রাথমিক অসুস্থতা উপেক্ষা করে হান্নান মাসউদ প্রচারণা চালিয়ে যান। পরে চিকিৎসকের পরামর্শে তিনি বিশ্রামে যান।

আরেক প্রত্যক্ষদর্শী মো. হাফিজুর রহমান বলেন, অটোরিকশাটি দ্রুতগতিতে চলছিল এবং চালক ছিল অল্প বয়সী। পেছন থেকে এসে অটোরিকশাটি তার শরীরে লেগে গেলে পায়ে চোট লাগে। পরে এক্স-রে করা হলে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি, তবে আঘাতের কারণে পা কিছুটা ফুলে গেছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি দু-একদিন বেড রেস্টে থাকবেন বলে জানা গেছে।

এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। অসাবধানতাবশত অল্প বয়সী চালকের কারণে ঘটনাটি ঘটেছে, এতে কারো কোনো দোষ নেই।

এসএইচ 

Wordbridge School
Link copied!