ছবি : সংগৃহীত
ঢাকা: ওমরাহ ও হজ মৌসুমে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। মক্কার পবিত্র মসজিদুল হারামে আগত শিশুদের জন্য চালু করা হয়েছে বিশেষ পরিচয়মূলক সেফটি ব্রেসলেট, যাতে অভিভাবকদের যোগাযোগের তথ্য সংরক্ষিত থাকবে।
রোববার (১৪ ডিসেম্বর) গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীর ব্যবস্থাপনা সংক্রান্ত জেনারেল অথরিটি জানিয়েছে, মসজিদুল হারামে প্রবেশের সময় শিশুদের হাতে এই পরিচয় ব্রেসলেট পরিয়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে কোনো শিশু হারিয়ে গেলে বা ভিড়ের কারণে দূরে সরে গেলে দ্রুত তাকে শনাক্ত করে অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে।
ব্রেসলেটে শিশুর অভিভাবকের ফোন নম্বরসহ প্রয়োজনীয় যোগাযোগ তথ্য যুক্ত থাকে। কর্তৃপক্ষ বলছে, এটি একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার অংশ, যার লক্ষ্য হলো দর্শনার্থীদের নিরাপত্তা বাড়ানো এবং জরুরি পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে সহায়তা করা।
এই পরিচয় ব্রেসলেট পাওয়া যাচ্ছে মসজিদুল হারামের গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে। বিশেষ করে কিং আবদুল আজিজ গেট এবং কিং ফাহদ গেট বা ৭৯ নম্বর গেটে নিয়োজিত কর্মীরা অভিভাবকদের কাছ থেকে তথ্য নিয়ে সহজেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করছেন।
পিএস







































