• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দীর্ঘ মেয়াদে জনতা ব্যাংকের হোম লোন পাবেন যেভাবে


নিউজ ডেস্ক জানুয়ারি ৩০, ২০২২, ০৫:৪৮ পিএম
দীর্ঘ মেয়াদে জনতা ব্যাংকের হোম লোন পাবেন যেভাবে

ঢাকা: নিজের একটি বাড়ি করার স্বপ্ন কার না রয়েছে?তবে সাধ থাকলেও সাধ্য নেই অনেকের।এক্ষেত্রে স্বপ্ন পূরণে আপনার সহায়ক হতে পারে জনতা ব্যাংকের হোম লোন। ১৫ বছর মেয়াদে জনতা ব্যাংকের হোম লোন যেভাবে পাবেন তার একটি এখানে তুলে ধরা হলো।

জনতা ব্যাংক লিমিটেড একক গৃহ নির্মাণ ঋণ ও এ্যাপার্টমেন্ট ক্রয় ঋণ। ঋণ প্রাপ্তির যোগ্যতা (Eligibility): (১) আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। (২) ইকুইটি বিনিয়োগ করার আর্থিক সামর্থ্য থাকতে হবে। (৩) ঋন পরিশোধের জন্য অনুকুল ক্যাশ ফ্লো থাকতে হবে। (৪) সংশিস্নষ্ট শাখায় জমা হিসাব থাকতে হবে। (৫) প্রকল্প সম্পত্তির গ্রহন যোগ্যতা থাকতে হবে। (৮) ইত্যাদি।

ঋণসীমা (Limit): মোট প্রাক্বলিত নির্মান ব্যয়ের সর্বোচ্চ ৬০ ভাগ অথবা নির্মিত/নির্মিতব্য ভবনের ভাড়া যে পরিমান কিস্তি পরিশোধ সম্ভব সে পরিমান ঋণ মঞ্জুর করা যাবে। সুদের হার (Rate): ১১% চক্রবৃদ্ধি (পরিবর্তনশীল-সুদের হার সংক্রান্ত সর্বশেষ সার্কুলার অনুসারে) কিস্তির ধরণ (Installment Type): মাসিক।

লোনের মেয়াদ (Period of loan): ১(এক) বছরের গ্রেস পিরিয়ড সহ সর্বোচ্চ ১৫ বছর। জামানাত (Security): সংশ্লিষ্ট জমি ও নির্মিতব্য/নির্মাণাধীন ভবন রেজিষ্টার্ড মর্টগেজ হিসাবে ব্যাংকের নিকট দায়বদ্ধ থাকবে। 

অনুমোদিত শাখাসমূহ (Designated Branches): (১) তোপখানা রোড কর্পোঃ শাখা, রাজউক ভবন কর্পোঃ শাখা, নগর ভবন কর্পোঃ, মোহাম্মদপুর কর্পোরেট শাখা।

সাতমসজিদ রোড কর্পোরেট শাখা , ঢাকা শেরাটন হোটেল কর্পোরেট শাখা,মহাখালী কর্পোরেট শাখা ,উত্তরা মডেল টাউন কর্পোরেট শাখা, গুলশান সার্কেল -২ কর্পোরেট শাখা,কামাল আতাতুর্ক এ্যাভেনিউ কর্পোরেট শাখা, রাজারবাগ কর্পোরেট শাখা, যাত্রাবাড়ী কর্পোরেট শাখা, কাওরান বাজার কর্পোরেট শাখা, শান্তিনগর কর্পোরেট শাখা, মৌচাক মার্কেট কর্পোরেট শাখা ,ধানমন্ডি কর্পোরেট শাখা।

গাজীপুর কর্পোরেট শাখা, টংগী কর্পোরেট শাখা, সাভার কর্পোরেট শাখা, পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্পোরেট শাখা, মিরপুর সেকশন -১ কর্পোরেট শাখা, মগবাজার কর্পোরেট শাখা, নবাব আব্দুল গনি রোড কর্পোরেট শাখা,শ্যামলী কর্পোরেট শাখা, গুলশান সার্কেল -১ কর্পোরেট শাখা, রজনীগন্ধা সুপার মার্কেট কর্পোরেট শাখা।

জিরোপয়েন্ট কর্পোরেট শাখা, খিলগাঁও রোড শাখা, সোনার গাঁও রোড শাখা, ঢাকা। (২) বিবি রোড কর্পোরেট শাখা, নারায়নগঞ্জ। (৩) সাধারন বীমা ভবন কর্পোরেট শাখা, চট্রগ্রাম। (৪) রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও বগুড়া কর্পোরেট শাখা। 

তথ্যসূত্র: জনতা ব্যাংক ওয়েবসাইট।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!