• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৮ বছর মেয়াদী ২০ লাখ টাকা পার্সোনাল লোনের পরিপত্র


নিউজ ডেস্ক ফেব্রুয়ারি ১৫, ২০২২, ১২:১৪ পিএম
৮ বছর মেয়াদী ২০ লাখ টাকা পার্সোনাল লোনের পরিপত্র

সোনালী ব্যাংকের ২০ লক্ষ টাকা ঋণের মেয়াদ সর্বোচ্চ ৮ (আট) বছর বা চাকরির মেয়াদকাল (পিআরএলসহ) পর্যন্ত হতে পারবে। ঋণ মঞ্জুরির ক্ষেত্রে ঋণের পরিমাণ এমণ ভাবে নির্ধারণ করতে হবে যাতে ঋণের মাসিক কিস্তির পরিমাণ ঋণ গ্রহীতার মাসিক নীট বেতনের বেশী না হয়। ২০ লক্ষ টাকা ঋণের ক্ষেত্রে ৮ বছরে মেয়াদে মাসিক কিস্তি আসবে ২৯,৩০০ টাকা। যদি ১ লক্ষ টাকা ৮ বছর মেয়াদে ঋণ নেয়া হয় তবে মাসিক কিস্তি আসবে ১৪৬৫ টাকা।

সােনালী ব্যাংক লিমিটেড
প্রধান কার্যালয়, মতিঝিল ঢাকা-১০০০

প্রধান কার্যালয়ের সকল ডিভিশন/স্টাফ কলেজ/সকল প্রিন্সিপাল অফিস এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজানানেজার সকল আঞ্চলিক কার্যালয়(সকল ট্রেনিং ইনস্টিটিউট/সকল শাখা। সােনালী ব্যাংক লিমিটেড বাংলাদেশ।

বিষয়: পার্সোনাল লােনের মেয়াদ বৃদ্ধিকরণসহ কতিপয় শর্ত সংশােধন প্রসঙ্গে। 

উপযুক্ত বিষয়ে পার্সোনাল লােনের নীতিমালা প্রসঙ্গে এ ডিভিশন থেকে জারিকৃত গত ১৯ অক্টোবর ২০১৫ তারিখের প্রধান কার্যালয় পরিপত্র নম্বর-১৩ (সাধারণ ঋণ বিভাগ পরিপত্র নম্বর-৩১), ২০ এপ্রিল ২০১৬ তারিখে প্রধান কার্যালয় পরিপত্ৰ নং-৬ (সাধারণ ঋণ বিভাগ পরিপত্র ন নম্বর ৩৬), ২৪ জুন ২০১৬ তারিখের প্রধান কার্যালয় পরিপত্র নম্বর ৮৭৫ (জেনারেল এ্যাডভান্সেস ডিভিশন পরিপত্র নম্বর-৪৭), ২০ সেপ্টেম্বর ২০১৮ তাৰিখের প্রধান কার্যালয় পরিপত্র নম্বর-৮৯২ (জেনারেল এ্যাডভান্সেস ডিভিশন পরিপত্র নম্বর-৪৮), ২৮ জানুয়ারি ২০১১ তারিখের প্রধান কার্যালয় পরিপত্র নম্বর-০২ (জেনারেল এডভান্স ডিভিশন পরিপত্র নম্বর-৫৯) এবং ২৯ সেপ্টেম্বর ২০১১ তারিখের প্রধান কার্যালয় পরিপত্র নম্বর-৩৭ (জেনারেল এ্যাডভান্সেস ডিভিশন পৱিপত্র নম্বর-১৪) এ প্রতি সংশ্লিষ্ট সকলের সদয় দৃষ্টি আকর্ষণ করা হলো।

অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭৫৪তম সভায় এনং ০১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭৫৯ম সভায় ব্যাংকের বিদ্যমান পার্সোনাল লােনের অন্যান্য শর্ত অপরিবর্তিত রেখে নিয়ে বর্ণিত মাসিক কিস্তি বিবেচনায় ঋণের মেয়াদকাল, ঋণ মঞ্জুরি ক্ষমতা, ঋণ প্রাপ্তির যােগ্যতা ইত্যাদি নিমােক্তভাবে অনুমােদিত হয়েছে যা যথাক্রমে ০৪ জানুয়ারি ২০২২ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭৫৫তম সভায় এবং ০৮ ফেব্রুয়ারি ২০১২ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭৬০ত সভায় নিশ্চিত করা হয়েছে:

পার্সোনাল লোনের মেয়াদ ০৮ বছরে উন্নীত হওয়ায় বিদ্যমান ৯.০০% সুদ হারে মাসিক কিস্তির পরিমান হবে নিম্নরূপ:

উল্লেখ্য সুদের হার পরিবর্তন হলে কিস্তির পরিমানও পরিবর্তন হবে। এছাড়া উপরোক্ত হারে কিস্তি পরিশোধ করার পর অবশিষ্ট পাওনা থাকলে তা শেষ কিস্তির সাথে পরিশোধ করতে হবে।

এমতাবস্থা, উপরােক্ত সংশােধনী মােতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলাে।

এতদবিষয়ে কোন ব্যাখ্যার প্রয়ােজন হলে প্রধান কার্যালয়ের জেনারেল এ্যাডভান্সেস ডিভিশনের সাথে যোগাযােগ করার জন্যও অনুরােধ করা হলাে।
আপনাদের বিশ্বস্ত,

(মোঃ মাহতাব হােসেন)
ডেপুটি জেনারেল ম্যানেজার
(মােঃরুন নবী )
জেনারেল ম্যানেজার
যৌথ স্বাক্ষরের পরিপত্র।

সম্পূর্ণ পরিপত্রটি দেখতে ক্লিক করুন।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!