• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশনেত্রীর রোগ মুক্তি আমাদের কাছে মুখ্য বিষয়: রিজভী 


কুড়িগ্রাম প্রতিনিধি  ডিসেম্বর ৫, ২০২৫, ০৪:২৮ পিএম
দেশনেত্রীর রোগ মুক্তি আমাদের কাছে মুখ্য বিষয়: রিজভী 

ছবি : প্রতিনিধি

কুড়িগ্রাম: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “এই মুহূর্তে আমাদের কাছে দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি মুখ্য বিষয়, অন্যকিছু নয়। তিনি অনেক কিছু ত্যাগ করে, অনেক নির্যাতন সহ্য করে দেশবাসীকে ভালবেসেছেন এবং তাদের জন্যই এদেশে থেকেছেন। কোন পরিস্থিতি তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি।”
 
শুক্রবার (৫ ডিসেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম সদর উপজেলার সরদার পাড়া জামে মসজিদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দোয়া মাহফিল অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

রিজভী বলেন, " তারেক রহমানের ফেরার বিষয়টি পারিবারিক সিদ্ধান্ত। তার মা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি এটা নিয়ে ভাববেন না আর অন্য কিছু নিয়ে ভাববেন এটা পারিবারিক বিষয়। তিনি আরও বলেন, এদেশের গণমানুষের নেতা তারেক রহমান। তিনি ঠিক উপযুক্ত সময়ে যখন তিনি মনে করবেন যে তার আসার সময় হয়েছে তখনই আসবেন৷ 

খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, "আজ শুধু সারা দেশ নয়, সারা বিশ্ব থেকে তার রোগমুক্তি কামনা করা হচ্ছে। এটিই প্রমাণ করে যে নেতা, নেত্রী মানুষকে ভালোবাসে মানুষ তাকে কখনও ভোলে না।  তিনি আরও বলেন, তাকে সরানোর অনেক চেষ্টা করা হয়েছে, মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে পরিত্যক্ত কারাগারে ফেলে রাখা হয়েছে। তাকে নানাভাবে নিপিড়ন করে নির্যাতন করে, বৈশ্বিকভাবে চাপ সৃষ্টি করা হয়েছিলো যাতে করে তিনি আত্মসমর্পণ করেন।
 
দেশ নেত্রীর হৃদয়ে যে সাহস, অঙ্গিকার, মানুষের প্রতি যে ভালোবাসা সেখান থেকে ফ্যাসিস্ট হাসিনার কোনো নির্যাতন তাকে টলাতে পারেনি।

তিনি বলেন, "যদি বড় ধরনের কোন সংকট না হয়, বিপর্যস্ত সংকট না তৈরি হয়, যে নির্ধারিত সময়ের কথা সরকার বলেছেন রমজানের পূর্বে নির্বাচন বিএনপি এখনো অত্যন্ত দৃঢ় সংকল্পবদ্ধ। ফেব্রুয়ারির আগেই নির্বাচন সেখানে বিএনপি'র সকল প্রস্তুতি সম্পন্ন।"

পিএস

Wordbridge School
Link copied!