• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিদেশে শিক্ষা-চিকিৎসা-ভিসা ফি পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক


নিজস্ব প্রতিবেদক:  মে ৪, ২০২৫, ০৬:০২ পিএম
বিদেশে শিক্ষা-চিকিৎসা-ভিসা ফি পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

ঢাকা: দেশের ব্যাংকগুলোকে আন্তর্জাতিক কার্ড প্লাটফর্ম ব্যবহার করে বৈধভাবে রেমিট্যান্স পাঠানোর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে করে বিদেশে পড়াশোনা, চিকিৎসা, ভিসা ফি সহ নির্দিষ্ট কিছু খাতে টাকা পাঠানো এখন আরও সহজ ও দ্রুত হবে।

রোববার ( ৪ মে) বাংলা‌দেশ ব্যাংকের এক সার্কুলারের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে শুধুমাত্র নিজস্ব নামে ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে ব্যাংকগুলো এ ধরনের রেমিট্যান্স পাঠাতে পারত। নতুন নির্দেশনায় এই সুযোগকে আরও সম্প্রসারিত করা হয়েছে। এখন থেকে ব্যাংকগুলো আন্তর্জাতিক কার্ড নেটওয়ার্ক—যেমন ভিসা, মাস্টারকার্ড বা ইউনিয়নপে’র মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকদের নির্ধারিত খাতে রেমিট্যান্স পাঠানোর সুযোগ দেবে।

ব্যবসায়ী ও প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা এই উদ্যোগকে সময়োপযোগী হিসেবে উল্লেখ করে জানান, এতে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ ও কম খরচে সম্পন্ন করা সম্ভব হবে। পাশাপাশি এটি একটি বিকল্প চ্যানেল হিসেবে কাজ করবে। এর ফ‌লে বৈদেশিক লেনদেন ব্যবস্থায় স্বচ্ছতার সঙ্গে সহজ ও দ্রুত হবে, যা ব্যাংকিং খাতকে আরও গতিশীল এবং আধুনিক করে তুলবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, “আমাদের লক্ষ্য হলো বৈধ পথে অর্থ পাঠানোর সুযোগ বৃদ্ধি করা, যাতে গ্রাহকরা হয়রানি ছাড়াই প্রয়োজনীয় খাতে অর্থ পাঠাতে পারেন।”

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!