• ঢাকা
  • সোমবার, ২৩ জুন, ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২

মুনাফা কমেছে গ্রামীণফোনের, বেড়েছে রবির


নিজস্ব প্রতিবেদক মে ১৮, ২০২৫, ০৪:৩০ পিএম
মুনাফা কমেছে গ্রামীণফোনের, বেড়েছে রবির

ঢাকা: চলতি বছরের প্রথম তিন মাস-জানুয়ারি-মার্চে গত বছরের একই সময়ের তুলনায় দেশের টেলিকম খাতের শীর্ষ দুই কোম্পানিরই ব্যবসা কমেছে। 

গত বছরের তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকে শীর্ষ কোম্পানি গ্রামীণফোনের ব্যবসা কমেছে ৯৮ কোটি টাকা। একই সময়ে দ্বিতীয় শীর্ষ অপারেটর রবি আজিয়াটার ব্যবসা কমেছে ১৭৫ কোটি টাকার।

কোম্পানি দুটির গত জানুয়ারি-মার্চ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী, গত বছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে গ্রামীণফোন বা জিপির ব্যবসা কমার পাশাপাশি মুনাফা কমেছে ৭০৪ কোটি টাকা বা ৫৩ শতাংশ। অন্যদিকে রবির ব্যবসা কমলেও মুনাফা বেড়েছে। 

কোম্পানিটি মুনাফা করেছে ১২৫ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১০৭ কোটি টাকা। সেই হিসাবে এক বছরে রবির মুনাফা ১৮ কোটি টাকা বা প্রায় ১৭ শতাংশ বেড়েছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন ও রবি আজিয়াটা সম্প্রতি আলাদাভাবে তাদের জানুয়ারি-মার্চ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে গ্রামীণফোন গত ২৭ এপ্রিল আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। আর রবি আজিয়াটার পরিচালনা পর্ষদ গত বৃহস্পতিবারের সভায় তাদের আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে। গতকাল শনিবার তাদের প্রতিবেদনটি স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েছে।

রবির আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের প্রথম তিন মাসে কোম্পানিটি সমন্বিতভাবে ২ হাজার ৩৪১ কোটি টাকা ব্যবসা করেছে, যা গত বছরের একই সময়ে ছিল ২ হাজার ৫১৬ কোটি টাকা। রবির নিজস্ব ব্যবসার পাশাপাশি সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসা মিলিয়ে যে আয় বা ব্যবসা করে, সেটিই তাদের সমন্বিত আয় বা ব্যবসা।

অন্যদিকে এ বছরের প্রথম তিন মাসে গ্রামীণফোন ব্যবসা করেছে ৩ হাজার ৮৩৫ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩ হাজার ৯৩৩ কোটি টাকা। গত বছরের প্রথম প্রান্তিকে এই অপারেটর ১ হাজার ৩৩৮ কোটি টাকা মুনাফা করেছিল, যা চলতি বছরের প্রথম তিন মাসে কমে ৬৩৪ কোটি টাকায় নেমে আসে।

কোম্পানি দুটির আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে রবির তুলনায় গ্রামীণফোন দেড় হাজার কোটি টাকার বেশি ব্যবসা ও ৫ গুণ বেশি মুনাফা করেছে।

এআর

Wordbridge School
Link copied!