• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মূলধনি যন্ত্রপাতির আমদানি কমেছে ১৯ শতাংশ


নিজস্ব প্রতিবেদক:  জুলাই ১৫, ২০২৫, ০২:৫৬ পিএম
মূলধনি যন্ত্রপাতির আমদানি কমেছে ১৯ শতাংশ

ঢাকা : দেশে মূলধনি যন্ত্রপাতির আমদানি কমেছে ১৯ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) এ পরিমাণ আমদানি কমেছে। বাংলাদেশ ব্যাংকের ব্যালান্স অব পেমেন্টস (বিওপি) সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

হালনাগাদ পরিসংখ্যান বলছে, এ সময়ে মূলধনি যন্ত্র আমদানি হয়েছে ২৬২ কোটি ২৪ লাখ ডলারের, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯.৬ শতাংশ কম। আগের বছর এ অঙ্ক ছিল ৩২৫ কোটি ৯৫ লাখ ডলার।

এদিকে, বাংলাদেশ ব্যাংকের ‘উইকলি সিলেকটেড ইকোনমিক ইন্ডিকেটরস’এর সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১০ মাসে মূলধনি যন্ত্র আমদানির উদ্দেশ্যে খোলা ঋণপত্র (এলসি) কমেছে ২৭.৪৬ শতাংশ, আর নিষ্পত্তি কমেছে ২৫.৫৬ শতাংশ।

খাতভিত্তিক চিত্র- মূলধনি যন্ত্র আমদানির নেতিবাচক প্রবণতা সবচেয়ে বেশি চোখে পড়েছে টেক্সটাইল, লেদার, জুট, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস ও প্যাকেজিং খাতে। টেক্সটাইল খাতে এলসি খোলা কমেছে ২২.০৭ শতাংশ এবং নিষ্পত্তি কমেছে ২৪.৩৮ শতাংশ। লেদার অথবা ট্যানারি খাতে এলসি কমেছে ২৪.৬ শতাংশ এবং নিষ্পত্তি ০.৫৩ শতাংশ। জুট খাতে এলসি খোলা কমেছে ৬.৬৫ শতাংশ এবং নিষ্পত্তি ১৫.৬৭ শতাংশ। ফার্মাসিউটিক্যাল ও প্যাকেজিং খাতে আমদানিও কমেছে উল্লেখযোগ্য হারে।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!