• ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এবার চাকরি গেল ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের এমডির


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৫, ২০২৫, ০৭:২৮ পিএম
এবার চাকরি গেল ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের এমডির

ঢাকা: বিভিন্ন অনিয়মে সম্পৃক্তা পাওয়ায় ছুটিতে পাঠানো হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলীকে। 

মঙ্গলবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংক তার অব্যাহতিপত্রে অনাপত্তি দিয়ে ব্যাংকটিকে চিঠি দিয়েছে।

সম্প্রতি তাকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠায় ব্যাংকটির পর্ষদ। তাকে ছুটিতে পাঠানোয় ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করছেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ।

সরকার পরিবর্তনের পর গত ১ সেপ্টেম্বর ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানকে। ২০১৭ সালে এস আলম ইসলামী ব্যাংক দখলের সময় আব্দুল মান্নানকে জোরপূর্বক তুলে নিয়ে পদত্যাগ করানো হয়।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!