• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আরও ৭ কর্মকর্তাকে বরখাস্ত করল এনবিআর


নিজস্ব প্রতিবেদক:  জুলাই ১৬, ২০২৫, ০৪:২৯ পিএম
আরও ৭ কর্মকর্তাকে বরখাস্ত করল এনবিআর

ঢাকা : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলা আরও ৭ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে । এ নিয়ে কর বিভাগের পাঁচ যুগ্ম-কমিশনার ও তিন উপ-কমিশনারসহ মোট ২১ কর্মকর্তাকে বরখাস্ত করা হলো।

মঙ্গলবার (১৫ জুলাই) এনবিআরের দ্বিতীয় সচিব উম্মে আয়মান কাশমীর সই করা চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।

বরখাস্ত সাতজন হলেন- কর অঞ্চল-২ এর কর পরিদর্শক লোকমান হোসেন, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত ইউনিট ঢাকার কর পরিদর্শক নাজমুল হাসান ও আব্দুল্লাহ আল মামুন, সহকারী রাজস্ব কর্মকর্তা ছালেহা খাতুন সাথী ও রৌশনারা আক্তার, কর অঞ্চল-১৪ এর প্রধান সহকারী বিএম সবুজ ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণের সিপাই সালেক খান।

মঙ্গলবার (১৫ জুলাই) একই অভিযোগে ১৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে সরকার। তাদের মধ্যে দুপুরে আটজন ও রাতে ছয়জনকে বরখাস্ত করা হয়।

এর আগে গত ২৪ জুন আগারগাঁওয়ে এনবিআর ভবনে দুটি বদলি আদেশকে ‘প্রতিহিংসা ও নিপীড়নমূলক’ দাবি করে তা ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানান সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।

এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে আন্দোলন চলার মধ্যে গত ২২ জুন আয়কর অনুবিভাগের পাঁচ কর্মকর্তাকে ‘তাৎক্ষণিক বদলি’ করা হয়। এর মধ্যে দুজন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের, একজন এনবিআর বোর্ড অফিসের এবং বাকি দুজন ঢাকা ও কুমিল্লার কর অঞ্চলের।

পিএস

Wordbridge School
Link copied!