• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

টেকসই ব্যাংকিংয়ের স্বীকৃতি পেল শাহজালাল ইসলামি ব্যাংক


নিজস্ব প্রতিবেদক:  জুলাই ১৭, ২০২৫, ১১:৪১ এএম
টেকসই ব্যাংকিংয়ের স্বীকৃতি পেল শাহজালাল ইসলামি ব্যাংক

ঢাকা : টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক। প্রতিষ্ঠানটির টেকসই ব্যাংকিং কার্যক্রম, সবুজ অর্থায়ন ও শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনার ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ২০২৪ সালের সাসটেইনেবল ফাইন্যান্স রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে।

এছাড়াও দেশের ৯টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং দুটি আর্থিক প্রতিষ্ঠান এই স্বীকৃতি পেয়েছে। শীর্ষে থাকা বাকি ৯ ব্যাংক হলো- ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক।

এ তালিকায় ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও প্রাইম ব্যাংক আগের বছরেও অবস্থান ধরে রেখেছিল। 

অন্যদিকে, ২০২৩ সালের তালিকায় থাকা এক্সিম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউসিবি ও উত্তরা ব্যাংক এ বছর তালিকায় স্থান পায়নি।

আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, আইডিএলসি ফাইন্যান্স এবং আইপিডিসি ফাইন্যান্স। তারা টানা দ্বিতীয় বছরের মতো টেকসই রেটিংয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে।

বাংলাদেশ ব্যাংক পাঁচটি সূচকের ভিত্তিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রেটিং করে। এ সূচকগুলো হলো- সাসটেইনেবল ফাইন্যান্স ইনডেক্স, করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রম, সবুজ প্রকল্পে অর্থায়ন, কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি ইনডেক্স ও ব্যাংকিং সার্ভিসেস কাভারেজ।

এরমধ্যে কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি ও ব্যাংকিং সার্ভিসেস কাভারেজ সূচকের সম্মিলিত ওজন মোট স্কোরের প্রায় ৬০ শতাংশ।

মূল্যায়নের ক্ষেত্রে বিবেচনায় থাকে নিট খেলাপি ঋণের হার, টায়ার-১ মূলধন ও ঝুঁকিভিত্তিক সম্পদের অনুপাত, প্রভিশন মেইনটেন্যান্স, সিএমএসএমই খাতে ঋণ বিতরণ, বড় ঋণ পোর্টফোলিওর এক্সপোজার এবং শাখা সংখ্যা, এজেন্ট ব্যাংকিং আউটলেট ও হিসাব সংখ্যা।

বাংলাদেশ ব্যাংক ২০২০ সালে প্রথমবারের মতো সাসটেইনেবিলিটি রেটিং সিস্টেম চালু করে। যার লক্ষ্য ছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে পরিবেশগত, সামাজিক ও প্রশাসনিক (ইএসজি) বিষয়গুলো অন্তর্ভুক্ত করে টেকসই আর্থিক ব্যবস্থা নিশ্চিত করা।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!