• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জগন্নাথের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমের শিক্ষার্থীদের ডিএসই পরিদর্শন


নিজস্ব প্রতিবেদক জুলাই ২২, ২০২৫, ০৬:১৫ পিএম
জগন্নাথের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমের শিক্ষার্থীদের ডিএসই পরিদর্শন

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমের অধ্যাপক ড. মো. আলী নূর-এর নেতৃত্বে ৮০ জন শিক্ষার্থী মঙ্গলবার (২২ জুলাই)  তাদের শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে ডিএসই’র ট্রেনিং একাডেমিতে আসেন।

এসময় আরও ছিলেন উক্ত ডিপার্টমেন্টের অধ্যাপক মো. শফিকুল ইসলাম ও অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান। 

পাবলিক ও প্রাইভেট ইউনিভার্টির শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য পুঁজিবাজার কেন্দ্রিক একাডেমী শিক্ষা ও সচেতনতামূলক ধারাবাহিক এই কর্মশালার শুরুতেই ডিএসই'র প্রধান পরিচালন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস স্বাগত জানিয়ে বলেন, প্রত্যেক শিক্ষার্থীর জন্য তাত্ত্বিক জ্ঞানের সাথে ব্যবহারিক জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

এই প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান সমৃদ্ধ হবে। কর্মজীবনে উন্নতির জন্য উচ্চ লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সে লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমেই যে কেউ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে।

পরে, পুঁজিবাজার কেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতামূলক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসই’র ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান৷ মূল প্রবন্ধে তিনি পুঁজিবাজার সম্পর্কে প্রাথমিক ধারণা ও পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, পুঁজিবাজারের প্রবৃদ্ধি এবং বিনিয়োগ কৌশলসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

পরবর্তী সময়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএসই’র পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অবঃ) পিএইচডি বলেন, আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের পুঁজিবাজার কেন্দ্রীক বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্ব দিবে। এই জন্য ছাত্রছাত্রীদের বিভিন্ন শিক্ষা সচেতনতামূলক কর্মশালায় অংশগ্রহণ করে নিজেদের জ্ঞানতে সমৃদ্ধ করতে হবে। এছাড়াও পুঁজিবাজারে বিনিয়োগ করার পূর্বে যথাযথ জ্ঞান অৰ্জন করতে হবে। 

বিনিয়োগকারীদের জ্ঞান বৃদ্ধির জন্য ডিএসই নিয়মিত বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। আজকের এই অনুষ্ঠান ডিএসই’র নিয়মিত পরিচালিত বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের একটি অংশ। আর পুঁজিবাজারের টেকসই উন্নয়নের জন্য সুশাসন বৃদ্ধি করার কোন বিকল্প নেই। বর্তমানে পুঁজিবাজারের সুশাসন বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, আজকের এ আয়োজন পুঁজিবাজার সম্পর্কে প্রাকটিক্যালভাবে জানার একটি বড় সুযোগ। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা ডিএসই’র এই সচেতনতামূলক কর্মশালা মাধ্যমে পুঁজিবাজার সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের মাধ্যমে টেকনিক্যাল বিষয়ে জানতে পারবে। 

এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য ক্যাপিটাল মার্কেট সম্পর্কে জানার অনেক বড় একটি সুযোগ। আজকের এই প্রোগামে যা জানা যাবে তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য যেমন কাজে আসবে, তেমনি ছাত্রছাত্রীদের জন্যও কাজে আসবে বলে আমি মনে করি।

এআর

Wordbridge School
Link copied!