• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভালুকায় আগামী বছর চালু হচ্ছে হোটেল ‘ম্যারিয়ট’


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৭, ২০২৫, ০১:০৭ পিএম
ভালুকায় আগামী বছর চালু হচ্ছে হোটেল ‘ম্যারিয়ট’

ঢাকা: দেশের শিল্পাঞ্চলখ্যাত ভালুকায় প্রথম আন্তর্জাতিক মানের পাঁচতারা হোটেল ‘ম্যারিয়ট’ চালু হতে যাচ্ছে। দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বেস্ট হোল্ডিংসের অর্থায়নে নির্মিত এই হোটেলটি ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে।

শনিবার (১৬ আগস্ট) হোটেল নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বেস্ট হোল্ডিংস পিএলসির কোম্পানি সেক্রেটারি মো. আবুল কালাম আজাদ। তিনি জানান, হোটেলটির নির্মাণ কাজ দ্রুত এগোচ্ছে এবং সময়মতো চালু করা সম্ভব হবে।

ভালুকায় এই ধরনের পাঁচতারা হোটেল চালু হলে শুধু ব্যবসায়িক ভ্রমণকারী নয়, বিদেশি বিনিয়োগকারী ও শিল্পাঞ্চলের বিদেশি বিশেষজ্ঞরাও উপকৃত হবেন। হোটেলটি আধুনিক আবাসন, রেস্টুরেন্ট, মিটিং হল, স্পা, ফিটনেস এবং বিনোদন সুবিধাসহ ব্যবসা ও পর্যটনের নতুন সুযোগ তৈরি করবে।

আবুল কালাম আজাদ বলেন, “হোটেলটি শিল্পখাত ও পাঁচতারা সেবার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। নতুন শিল্পাঞ্চলে ব্যবসা-বাণিজ্য এগিয়ে নিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

হোটেলটি ৪.৪৭ একর জমির ওপর নির্মিত হচ্ছে। এতে ২২৮ কক্ষ, এক্সিকিউটিভ লাউঞ্জ, বড় মিটিং হল, রেস্তোরাঁ, ব্যবসা কেন্দ্র, স্পা ও ফিটনেস সুবিধাসহ আধুনিক সেবা থাকবে। হোটেলের কাজ প্রায় ৮০ শতাংশ শেষ এবং অভ্যন্তরীণ সাজসজ্জা ও অন্যান্য কাজ শেষ পর্যায়ে রয়েছে।

হোটেলের মাধ্যমে সরাসরি ৫০০-এর বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পরোক্ষভাবে স্থানীয় লজিস্টিক, ক্যাটারিং ও পরিবহন খাতেও কাজের সুযোগ তৈরি হবে।

এছাড়া বেস্ট হোল্ডিংসের অধীনে ভালুকায় আরও একাধিক আন্তর্জাতিক মানের প্রকল্প চলছে। এর মধ্যে রয়েছে ৫৩ একর জায়গার ওপর লাক্সারি রিসোর্ট ‘লাক্সারি কালেকশনস অ্যান্ড ভিলা’, যা ১৪০ কক্ষ বিশিষ্ট এবং এক্সিকিউটিভ লাউঞ্জ, ব্যাংকুয়েট হল, স্পা, কিডস ক্লাব, মুভি থিয়েটারসহ অত্যাধুনিক সুবিধা থাকবে।

উল্লেখযোগ্য যে, প্রতিষ্ঠানটি শিক্ষাক্ষেত্রেও কাজ করছে। দেশব্যাপী একমাত্র আন্তর্জাতিক বোর্ডিং স্কুল চেইন হেইলিবেরি ভালুকা ২০২৪ সালের আগস্ট থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু করেছে। স্কুলটি শিক্ষার্থীদের একাডেমিক ও নেতৃত্বের দক্ষতা উন্নয়নের পাশাপাশি এমআইটি সামার স্কুল, হার্ভার্ড সামার স্কুল এবং ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ডের মতো আন্তর্জাতিক প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে।

ওএফ

Wordbridge School
Link copied!