• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এসএমই উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের কর্মশালা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১০, ২০২৫, ০৪:১২ পিএম
এসএমই উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের কর্মশালা

ছবি: সংগৃহীত

রাজশাহী: দেশের সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি রাজশাহী জোন ১০ নভেম্বর ২০২৫ সোমবার “উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি” শুরু করেছে।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি মাসব্যাপী চলবে। এটি অর্থ মন্ত্রণালয়ের “স্কিলস ফর ইন্ডাস্ট্রি, কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম” এর অংশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খাঁন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) শামসুল আরেফীন, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা এবং ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মো. ইদ্রিস। প্রশিক্ষণ কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ দেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আইয়ুব আলী। স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান মিজি, আর ধন্যবাদ জ্ঞাপন করেন রাজশাহী জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুল ইসলাম।

কর্মশালায় নতুন উদ্যোক্তাদেরকে ব্যবসা পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা, মার্কেটিং, রেকর্ডকিপিং, উদ্ভাবন এবং ডিজিটাল ব্যবসা পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!