• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভয়াবহ পতনে দেশের শেয়ারবাজার


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৩, ২০২৫, ০৩:০৭ পিএম
ভয়াবহ পতনে দেশের শেয়ারবাজার

ফাইল ছবি

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সূচকের ভয়াবহ পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে তিনশতাধিক কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটদর। তলানিতে নেমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১২২ দশমিক ৬৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৭০২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২৮ দশমিক ৯৮ পয়েন্ট কমে ৯৭৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪৭ দশমিক ৭১ পয়েন্ট কমে ১ হাজার ৮৫১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৩৮৩ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ২৯০ কোটি ১৩ লাখ টাকা।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫টি কোম্পানির, বিপরীতে ৩৫২টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!