• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পদোন্নতির জন্য যেসব শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৫, ২০২১, ০২:২০ পিএম
পদোন্নতির জন্য যেসব শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)

ঢাকা : সারাদেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়নের জন্য সিনিয়র শিক্ষকদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আগামী ৭ কার্যদিবসের মধ্যে শিক্ষকদের তথ্য পাঠাতে সকল উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার, অধ্যক্ষ/প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ গোলাম ফারুকের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

তথ্যে বলা হয়েছে, ২০২১ সালের নিয়োগ বিধিমালা মোতাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে ৫০ শতাংশ সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে পদায়নের বিধান রয়েছে। এ কারণে শিক্ষা মন্ত্রণালয়ের গত ৩০ জুন ৫ হাজার ৪৫২ জন পদোন্নতিপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়ন প্রয়োজন।

এতে আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদেরর মধ্য থেকে (জ্যেষ্ঠতানুসারে) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে বদলি-ভিত্তিক পদায়নে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ছকে [email protected] ই-মেইলে আগামী সাত কর্মদিবসের মধ্যে পাঠাতে নির্দেশ দেওয়া হলো।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!