• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৫, ২০২৫, ০৮:১৬ পিএম
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ঢাকা: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধীনে ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স’ (ইএমপিজি) প্রোগ্রামের সামার সেশন-২০২৫ এর ভর্তি পরীক্ষায় অংশ নেন।

শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় প্রোগ্রামটির পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে আসিফ মাহমুদ নামের একজন পরীক্ষার্থী অংশ নেন। পরে তারা জানতে পারেন যে, তিনি মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা।

অধ্যাপক আমিনুল ইসলাম আরও জানান, পরীক্ষার ফলাফল আগামী এক থেকে দুই দিনের মধ্যে প্রকাশিত হবে। উত্তীর্ণরা ভর্তি হতে পারবেন।

এদিকে, দুপুরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ছবি ভাইরাল হয়, যা নিয়ে নেটিজেনরা ইতিবাচক সাড়া দেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ পরিচালিত এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স (ইএমপিজি) প্রোগ্রামটি বিশেষায়িত মাস্টার্স প্রোগ্রাম, যা নীতিনির্ধারক, প্রশাসনিক কর্মকর্তা, উন্নয়নকর্মী ও গবেষকদের জন্য প্রস্তুত করা হয়েছে।

এআর

Wordbridge School
Link copied!