• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মধরাতে ঢাবি-ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৩, ২০২৫, ০৮:২৩ এএম
মধরাতে ঢাবি-ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে মধ্যরাতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা ধীরে ধীরে সংঘর্ষে রূপ নেয়। রোববার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে সাংবাদিকসহ উভয়পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাবির শাহনেওয়াজ হোস্টেলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। সংঘর্ষে পুরো এলাকা মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা গেছে বলে জানান আশপাশের বাসিন্দারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ কয়েকজন ছাত্রনেতা। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ফুটপাতে দোকান বসানো নিয়ে শুরু হওয়া এই বিরোধ পরে সংঘর্ষে রূপ নেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম

Wordbridge School
Link copied!